বাগেরহাটে বহুতল ভবনে আগুন, নারীর মৃত্যু
বাগেরহাটের চিতলমারীতে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মেইন রোডে মাইশা প্লাজা নামে ওই ভবনে এ ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম অনিতা বিশ্বাস (৫০)। তিনি ওই ভবনের সুস্বাস্থ্য ও পরিচর্যা ক্লিনিকের কর্মকর্তা ছিলেন। তার বাড়ি চিতলমারী উপজেলার কুড়াল তলা গ্রামে।
এ সময় মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন তলায় আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় দুপর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, উপজেলার মেইনরোডে মাইশা প্লাজায় বেশ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে বেশ কয়েকটি ব্যাংক, ক্লিনিক ও শোরুম রয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা প্লাজা থেকে ধোঁয়া উড়তে দেখতে পায় তারা। মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন তলায় আগুন ছড়িয়ে পড়ে। এসময় ভবনে থাকা নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে সেটি বিভিন্ন তলায় আগুন ছড়িয়ে পড়ে। ধোঁয়ার কারণে বেশ কয়েকজন নারী-পুরুষ অসুস্থ হয়ে পড়েন। সেখান মধ্যবয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাগেরহাট ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাবুদ্দিন জানান, আটটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরএইচ/এমএস