ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পীরগাছায় যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৯:৩৬ এএম, ২৭ মে ২০১৬

রংপুরের পীরগাছায় পূর্ব শত্রুতার জের ধরে রাসেল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে বাড়ির পাশ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার কান্দি ইউনিয়নের মনিরামপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রাসেল মিয়া (৩২) ওই এলাকার নজরুল আমিনের ছেলে।

নিহতের স্ত্রী শিল্পী বেগম জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে দুই-তিনজন লোক এসে রাসেলকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে বাড়ি থেকে ৫০০ গজ দূরে তার মরদেহ উদ্ধার করে পীরগাছা থানা পুলিশ।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, তার মাথা, পেটে, ও কাঁধে ধারোলো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সদ্য অনুিষ্ঠত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী শিল্পী বেগম বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান এ কর্মকর্তা।

জিতু কবীর/এফএ/এমএস