সাতক্ষীরার হিমসাগর-ল্যাংড়া দেশ পেরিয়ে বিদেশে
সাতক্ষীরার আম দেশ পেরিয়ে এখন বিদেশ। ইতালি, জার্মানি ও ইংল্যান্ডের বাজারে বিক্রি হচ্ছে সাতক্ষীরার হিমসাগর ও ল্যাংড়া আম। যদিও এ বছর জেলায় আমের ফলন ভালো হয়নি।
কারণ হিসেবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আব্দুল মান্নান জাগো নিউজকে জানান, এক বছর আমের ফলন ভালো হলে পরের বছর ফলন কম হয়। যেহেতু গত বছর জেলায় আমের ফলন ভালো হয়েছিল, সে কারণে এ বছর আমের ফলন খুব একটা ভালো হয়নি।
তিনি আরো জানান, সাতক্ষীরার আম এ বছর ইতালি, ফ্রান্স ও ইংল্যান্ডের বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। এক্সপোর্ট ব্যবসায়ী ইসলাম গ্রুপ এন্টারপ্রাইজ ও ন্যানো কোম্পানি আম নিয়ে যাচ্ছে বিদেশে। তালিকাভুক্ত যে সব আম চাষিরা নিয়ম মাফিক পরিচর্যা করে আম উৎপাদন করেছেন শুধুমাত্র তাদের কাছ থেকেই এ আম ক্রয় করা হচ্ছে। এ পর্যন্ত ১০ মেট্রিক টন আম বিদেশে রফতানি হয়েছে। রফতানির পরিমাণ আরো বাড়বে বরেও আশা প্রকাশ করেন তিনি।
তালিকাভুক্ত আমচাষি আকবর আলী জানান, চুক্তিবদ্ধ হয়ে রফতানির শর্ত মেনে উৎপাদিত এসব আম মন প্রতি তিন হাজার একশ টাকায় বিক্রি করছি কোম্পানির কাছে। কৃষি কর্মকর্তারাও সার্বক্ষণিক মনিটরিং ও পরামর্শ দেন। দাম বেশি পেয়ে আমরা খুশি। এ বছর আমার বাগানের দুই মেট্রিক টন আম রফতানি হয়েছে। আশা করছি আগামী বছর ফলন ভালো হলে বেশি রফতানি করতে পারবো।
আকরামুল ইসলাম/এআরএ/এবিএস