ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর (পূর্ব) ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা চালিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০টার দিকে ভোটগ্রহণ চলাকালে কে বা কারা মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ককটেল হামলা চালায়। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনার পর পুলিশ ভোটকেন্দ্রের পাশ থেকে অবিস্ফোরিত অবস্থায় একটি ককটেল উদ্ধার করেছে।
তিনি আরো জানান, মোহনপুর সরকারি প্রাথমি বিদ্যালয় কেন্দ্র ছাড়াও সাদেকপুর ইউনিয়নের বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নাটাই দক্ষিণ ইউনিয়নের বিলকেন্দুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দুর্বৃত্তরা ককটেল হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
আজিজুল আলম সঞ্চয়/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক পৌর মেয়র মাহফুজুল হক
- ২ নারায়ণগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
- ৩ টেকনাফের সীমান্তবর্তী চিংড়ি ঘের থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- ৪ শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ম্যারাথন
- ৫ কুড়িগ্রামে চরের দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ