ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাহাড়ে তৃতীয় কোনো শক্তি কাজ করছে : ড. মিজানুর রহমান

প্রকাশিত: ০২:১৪ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৪

পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালিদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে তৃতীয় কোনো শক্তি কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

তিনি বলেন, প্রথমে বাঙালিদের আনারস-সেগুন বাগান ধ্বংস ও পরে পাহাড়িদের বাড়ি-ঘরে আগুন দেওয়া এ ঘটনাটি ছিল পূর্বকল্পিত। যারা ঘটনাটি ঘটিয়েছে তাদের উদ্দেশ্য হীন। তারা পাহাড়ি-বাঙালির সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ, পাহাড়ে শান্তি বিনষ্ট এবং উভয় সম্প্রদায়ের ভেতরে বিদ্বেষ, অবিশ্বাস করতে এ ধরনের জঘন্যতম ঘটনা ঘটিয়েছে।

রোববার বিকেলে রাঙামাটির নানিয়ারচরের বগাছড়ি ১৪ মাইল এলাকায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান স্থানীয় গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন।

এ সময় জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান, রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফ উদ্দিন আহম্মেদ, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমরজীবন চাকমা ও বুড়িঘাট ইউপি চেয়ারম্যান সুদীপন খীসা উপস্থিত ছিলেন।