ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

তিতাসে বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী নিহত

প্রকাশিত: ১০:২৮ এএম, ২৮ মে ২০১৬

কুমিল্লার তিতাসে নির্বাচনী সহিংসতায় বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন (৫০) নিহত হয়েছেন। শনিবার বিকেল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বিএনপি বিদ্রোহী প্রার্থী ছিলেন। বিকেল পৌনে ৩টার দিকে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী তোফায়েল আহমেদের লোকজন সঙ্গে সংঘর্ষ চলাকালে তিনি টেঁটা বিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে তিতাস হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সহকারী পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) ইকবাল হোসেন হাজারী ও তিতাস থানার ওসি মনিরুল ইসলাম বিকেল পৌনে ৪টার দিকে মুঠোফোনে ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, ওই চেয়ারম্যানের মৃত্যুর খবর এলাকায় জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত র‌্যাব, পুলিশ ও বিজিবি সদস্যদের পাঠনো হয়েছে।

কামাল উদ্দিন/এআরএ/এমএস

আরও পড়ুন