ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আইপিএসে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেলো নারীর

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৪:২৫ পিএম, ১৭ এপ্রিল ২০২৫

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে মিতু বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিতু বেগম সহস্রাইল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এবং সৌদি প্রবাসী মিজানুর রহমান মিজানের স্ত্রী।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, আইপিএসের লাইনে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিতু বেগম ঘটনাস্থলেই নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন জাগো নিউজকে বলেন, বাড়িতে আইপিএসের লাইনে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

এন কে বি নয়ন/জেডএইচ/জিকেএস