গাজীপুরে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত
গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে অপর একটি ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত হয়েছেন। এ সময় চালক আহত হয়েছেন।
রোববার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় জানা যায়নি।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. মোজাম্মেল হক জানান, নাওজোর এলাকায় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। রোববার ভোর সাড়ে ৪টার দিকে দ্রুতগতির অপর একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে পেছনের ট্রাকের হেলপার (২০) নিহত ও চালক আহত হন।
তাদের পরিচয় জানা যায়নি। সহকারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর আহত চালক পালিয়ে গেছে।
আমিনুল ইসলাম/এসএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ২ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৩ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৪ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৫ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি