ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৪:১৫ পিএম, ২০ এপ্রিল ২০২৫

ফসলি জমির মাটি কাটার অপরাধে শেখ ফরিদ (৪৮) নামের এক ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২০ এপ্রিল) দুপুরে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদার এ অভিযানে নেতৃত্ব দেন। দণ্ডিত শেখ ফরিদ ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের নাজমুল হকের ছেলে।

ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ফেনী সদর উপজেলার কসকা লেমুয়া এলাকায় ফসলি জমির টপ সয়েল কেটে নেওয়ার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এসময় ফসলি জমির মাটি কাটার সঙ্গে জড়িত থাকায় লেমুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নাজমুল হকের ছেলে শেখ ফরিদকে (৪৮) ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদার জানান, কৃষি জমির টপ সয়েল কেটে জমির উর্বরতা নষ্ট করায় জেলা প্রশাসনের নির্দেশনায় এ জরিমানা করা হয়েছে। ফসলি জমির মাটি কাটা বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/জিকেএস