ভাইয়ের আগুন নিয়ে খেলাই কাল হলো ছোট্ট আরিশার
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামে আগুনে দগ্ধ হয়ে মারা গেছে পাঁচ বছরের এক শিশু। রোববার (২০ এপ্রিল) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির বাবা কলম আলী। শিশু আরিশার বাবা কলম আলী রামনাগর গ্রামে রাজমিস্ত্রীর কাজ করেন।
আরিশার চাচি জানান, শনিবার দুপুরে শয়নকক্ষে আরিশা ও তার মা ঘুমাচ্ছিলেন। এসময় আরিশার ভাই দিয়াশলাই বা গ্যাসলাইট নিয়ে খেলার সময় রান্নাঘরে থাকা পাটকাঠি ও কাঠে আগুন লেগে যায়। ওই আগুন ছড়িয়ে পড়ে শয়নকক্ষে। বিষয়টি টের পেলে তাড়াতাড়ি করে মা বের হয়ে এলেও মেয়ের কথা ভুলে যান। পরে আগুনের উত্তাপ ছড়ালে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দগ্ধ অবস্থায় আরিশাকে উদ্ধার করে। এরপর চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির পিঠসহ শরীরের বিভিন্ন অংশ আগুনে দগ্ধ হয়।
শিশুটির বাবা কলম আলী বলেন, আমি খুব অসহায়। রাজমিস্ত্রীর কাজ করি। ডাক্তার বলেন মেয়ের অবস্থা ভালো না। উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যেতে। সেসময় আমার কাছে টাকা ছিল না। পরে স্থানীয় সংবাদকর্মী ও হাসপাতালে থাকা কিছু লোকজন এবং আমার আত্মীয় স্বজনদের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। রোববার বিকেল ৫টার দিকে আইসিইউতে চিকিৎসারত অবস্থায় মেয়েটা মারা যায়।
হুসাইন মালিক/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান