মাদারীপুরে সংঘর্ষ : এসআই গুলিবিদ্ধসহ আহত ১০
মাদারীপুরের শিবচরের মাদবরচর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক এসআই গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কর হয়েছে।
আহতরা হলেন- দিদার শিকদার ২৬), ইউসুফ সরদার (৪০), ইউপি সদস্য মো. খোকন মাদবর (৩২), মনির সরদার (৩৫), মো. রাজন খান (৫৫), মো. খোকন শেখ (৪৫) ও মো. ফারুক সরদার (৩৫)।
এলাকাবাসী ও শিবচর থানা পুলিশ জানায়, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে রোববার সকালে মাদারীপুরের কাওড়াকান্দি-ভাঙ্গা মহাসড়কের পাশে মাদবরচর এলাকায় দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। মাদবচরচর এলাকার সাবেক ইউপি মেম্বার মিজানুর রহমান মঞ্জু ও যুবলীগ নেতা সেলিম মাদবরের সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষ থামাতে গিয়ে শিবচর থানার সেকেন্ড অফিসার এসআই আবু তালেবের ডান পায়ে গুলি লাগে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কর হয়েছে। আহতদের মধ্যে খোকন শেখের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত অবস্থায় তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার জানান, দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে প্রতিপক্ষের গুলিতে এসআই আবু তালেব আহত হয়েছেন। তার ডান পায়ে গুলি লাগে। এলাকায় অতিরিক্ত পুশি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশে নিয়ন্ত্রণে।
নাসিরুল হক/এসএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দোকানির জরিমানা
- ২ গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের ১১৬ কোটি টাকা বিতরণ করা হয়েছে
- ৩ প্রার্থিতা ফিরে পেলেন ফরিদপুরের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান
- ৪ আদিবাসীদের জন্য রাজনৈতিক দলগুলোর ইশতেহারে কী আছে দেখতে চাই
- ৫ নোয়াখালীতে হিজড়া জনগোষ্ঠী ২ হাজার, ভোটার মাত্র ১৪