ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুয়েট

উপাচার্যের পদত্যাগ দাবিতে অনশনরত এক শিক্ষার্থী অসুস্থ

জেলা প্রতিনিধি | খুলনা | প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ২২ এপ্রিল ২০২৫

উপাচার্যের পদত্যাগ দাবিতে অনশনরত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

টানা সাড়ে ২১ ঘণ্টা অনশনে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীর নাম সাদীদ সিদ্দিকী ফরিব। তিনি সিএসই ২১ ব্যাচে অধ্যয়নরত।

এদিকে সোমবার (২১ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক, সহকারী পরিচালক, ডেপুটি পরিচালকসহ বেশ কয়েকজন শিক্ষক অনশনরত শিক্ষার্থীদের খোঁজখবর নিতে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় যান। এসময় অনশন ভাঙার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করেন তারা। জুস পান করিয়ে অনশন ভাঙানোর চেষ্টাও করেন। তবে সাড়া দেননি শিক্ষার্থীরা।

এর আগে, কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে সোমবার পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্য থেকে ৩২ জন আমরণ অনশনে অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ ইলিয়াস বলেন, আমরা শিক্ষার্থীদের বুঝিয়েছি। তাদের কাছে গিয়েছি। তবে তারা সাড়া দেননি।

আরিফুর রহমান/এসআর/এএসএম