পঞ্চগড়ে জুয়েলারি দোকানে চুরি, প্রতিবাদে সব দোকান বন্ধ
পঞ্চগড় জেলা শহরের গিনি হাউজ নামের এক জুয়েলারি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে জেলার সব জুয়েলারি দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে শহরের স্বর্ণকার পট্টিতে এ চুরির ঘটনা ঘটে। দোকানের অন্তত ৫০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে বলে দাবি দোকান মালিকের।
জুয়েলারি ব্যবসায়ীরা জানান, সোমবার (২১ এপ্রিল) গিনি হাউজ জুয়েলার্সের মালিক লব বণিকের বাড়িতে মেয়ের গায়েহলুদ অনুষ্ঠান ছিল। মঙ্গলবার দিনভর তারা বিয়ের আয়োজনে ব্যস্ত ছিলেন। হিন্দু রীতি অনুযায়ী মঙ্গলবারের সকালটি তার পরিবারের জন্য শুভ ছিল না। এরই মধ্যে দোকানে গিয়ে দেখতে পান তালা কেটে তার দোকানের সব স্বর্ণালংকার চুরি হয়ে গেছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন পঞ্চগড়ের সাধারণ সম্পাদক মধুসুধন বণিক রনি বলেন, ফজরের নামাজের পর নাইট গার্ডরা বাড়ি চলে যান। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এই ফাঁকে (ভোর ৫টা ৫৪ মিনিট) ১১-১২ জনের একদল চোর দোকানের তালা কেটে প্রবেশ করে। তারা অন্তত ৫০ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।
তিনি আরও জানান, কয়েকজনের মুখে থাকলেও বেশিরভাগের মুখে কোনো মাস্ক ছিল না। তবে মুখগুলো অপরিচিত। দিনদুপুরে এমন চুরির ঘটনার প্রতিবাদে আমরা সারাদিন সব জুয়েলারি দোকান বন্ধ রেখেছি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার ও মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।
সফিকুল আলম/এসআর/এমএস