ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপুরে নদীতে পড়ে প্রাণ গেলো দুই শিশুর

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ১২:৪১ পিএম, ২৪ এপ্রিল ২০২৫

শরীয়তপুরের গোসাইরহাটে জয়ন্তী নদীতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম।

এর আগে বুধবার নিখোঁজের ৪ ঘণ্টা পর উপজেলার কুচাইপট্টি ইউনিয়নে পাঁচকাঠি এলাকার জয়ন্তী নদীর খেয়াঘাটের পাশ থেকে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলো- ওই এলাকার আলমগীরের ছেলে মো. ইব্রাহিম (৭) ও সবুজ বেপারীর মেয়ে খুকু মনি (৬)। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই-বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহিম ও খুকুমনির বাবা ঢাকায় শ্রমিকের কাজ করেন। পারিবারিকভাবে অসচ্ছল থাকায় শিশু দুটির মা অন্যের জমিতে মরিচ ও সয়াবিন তোলার কাজ করেন। প্রতিদিনের মতো মরিচ তোলার সময় বুধবার দুপুরে শিশু দুটি তাদের মায়েদের সঙ্গে নদীর পাড়ে গিয়েছিল। এসময় খেলার ছলে তারা নদীর পড়ে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যায় তাদের মরদেহ নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বলেন, নদীতে পড়ে দুই শিশু নিখোঁজ ছিল। পরে তাদের মরদেহ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

বিধান মজুমদার অনি/এফএ/জেআইএম