ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মোবাইলে প্রেম, বিয়ের দুদিন পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৮:১৯ পিএম, ২৬ এপ্রিল ২০২৫

টাঙ্গাইলের সখীপুরে বিয়ের দুদিন পর রিয়া আক্তার (১৯) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কালীদাস ঠকানিয়াপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শনিবার (২৬ এপ্রিল) ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নিহত রিয়া ওই এলাকার সৌদিপ্রবাসী নীরব মিয়ার সদ্য বিবাহিত স্ত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে সখীপুর উপজেলার কালীদাস ঠকানিয়াপাড়া গ্রামের বাসিন্দা সৌদিপ্রবাসী নীরব মিয়ার (২৭) সঙ্গে রাজবাড়ীর কালুখালী উপজেলার আমিরুল শাহর মেয়ে রিয়া আক্তারের ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠ। নীরব সৌদি আরব থাকা অবস্থাতেই রিয়া তার বাড়িতে আসা-যাওয়া শুরু করেন। ১৬ এপ্রিল নীরব মিয়া সৌদি আরব থেকে দেশে ফিরে সরাসরি রিয়ার বাড়িতে ওঠেন। বুধবার (২৩ এপ্রিল) পারিবারিকভাবে বিয়ে করে তারা সখীপুরে ফিরে আসেন।

শুক্রবার বিকেলে রিয়া তার বাবাকে স্বামীর বাড়ি থেকে বিদায় দিয়ে নিজের ঘরেই অবস্থান করছিলেন। হঠাৎ ভেতর থেকে দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি শুরু করেন। তবে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। একপর্যায়ে বেড়া কেটে ঘরে প্রবেশ করলে ওই নববধূর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত রিয়ার স্বামীর পারিবারিক একটি সূত্র জানায়, নববধূ রিয়ার মা-বাবা পৃথক থাকেন। তাদের বিয়েতে বাবা রাজি থাকলেও মায়ের মত ছিল না। মায়ের সঙ্গে অভিমান করেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) তামজিদ মোমেন তনয় বলেন, প্রাথমিক সুরতহাল তদন্তে আত্মহত্যা বলেই মনে হয়েছে। তারপরও মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুল্লাহ আল নোমান/এসআর/জেআইএম