ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দেড় ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন খুলনা

জেলা প্রতিনিধি | খুলনা | প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ২৬ এপ্রিল ২০২৫

জাতীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ত্রুটির কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল খুলনা। প্রায় দেড় ঘণ্টা বিদ্যুৎ ছিল না এ জেলায়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

এর আগে শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টায় খুলনা জুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্নের ঘটনা ঘটে। পরে রাত আনুমানিক পৌনে ৮টা থেকে কিছু কিছু জায়গা বিদ্যুৎ আসতে শুরু করে।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন সূত্রে জানা যায়, আমিনবাজার-গোপালগঞ্জ গ্রিডের সমস্যার কারণে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির খুলনা সদরদপ্তরের প্রধান প্রকৌশলী এ.টি.এম তারিকুল ইসলাম জানান, ধীরে ধীরে সব জায়গা বিদ্যুৎ সচল হচ্ছে। লোড নিতে সমস্যার কারণে একটু সময় লাগবে স্বাভাবিক হতে।

আরিফুর রহমান/জেডএইচ/জেআইএম