ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নেত্রকোনায় শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ২৯ মে ২০১৬

শিশু ধর্ষণের দায়ে নেত্রকোনার বারহাট্টা উপজেলার আসমা গ্রামের আবদুল মজিদের ছেলে শাহীন মিয়াকে (৩০) যাবজ্জীবন করাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. এ কে এম আবুল কাশেমের আদালত রোববার সন্ধ্যায় আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, বারহাট্টা উপজেলার আসমা গ্রামের শাহীন মিয়া ২০০৭ সালের ১৫ জানুয়ারি একই গ্রামের সাত বছরের এক শিশুকে ধর্ষণ করে। ওই দিনই শিশুর চাচা শাহীন মিয়ার বিরুদ্ধে বারহাট্টা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। পুলিশ একই বছরের ১৩ মার্চ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আসামি শাহীন মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় রোববার সন্ধ্যায় বিচারক ড. এ কে এম আবুল কাসেম এই রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি জিএম খান পাঠান বিমল।
 
কামাল হোসাইন/এআরএ/পিআর