ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে দুই চাল ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৪:০৩ পিএম, ২৮ এপ্রিল ২০২৫

 

ঝিনাইদহের কোটচাঁদপুরে পাটের বস্তা ব্যবহার না করায় দুই চাল ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ এপ্রিল) দুপুর ২টার দিকে পৌর শহরের চালের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ লঙ্ঘন করে কৃত্রিম মোড়ক ব্যবহার করার অপরাধে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এরমধ্যে চাল ব্যবসায়ী স্বরজীত ঘোষকে ১৫ হাজার ও শংকর কুমার সাহাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এসময় পাট উন্নয়ন সহকারী পট অধিদপ্তর ঝিনাইদহের আসাদুজ্জামান, উপজেলা পাট কর্মকর্তা বাবুল হাসান, মডেল থানার পিএসআইম হাসান, উপজেলা প্রশাসন কর্মকর্তাসহ পুলিশে একটি দল উপস্থিত ছিল।

শাহজাহান নবীন/জেডএইচ/জিকেএস