ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মিরসরাই

ফেসবুকে ইউএনওর নাম-ছবি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট, থানায় জিডি

উপজেলা প্রতিনিধি | মিরসরাই (চট্টগ্রাম) | প্রকাশিত: ০২:০১ পিএম, ০১ মে ২০২৫

চট্টগ্রামের মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিনের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৯টায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে তিনি সবাইকে ওই অ্যাকাউন্টের বিষয়ে সতর্ক করেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, আমার ও আমার পরিবারের ছবি এবং আমার নাম ব্যবহার করে ফেসবুকে এই ভুয়া অ্যাকাউন্টটি খোলা হয়েছে। যার সাথে আমি কোনোভাবেই জড়িত নই। সকলে এই আইডিকে রিপোর্ট করে বন্ধ করতে সহায়তা করুন। বিশেষভাবে বলা হচ্ছে কোনোরকম আর্থিক লেনদেন করা হতে বিরত থাকুন। নিম্নোক্ত আইডি হতে কেউ প্রতারণার শিকার হলে বা বিতর্কিত কোন পোস্ট হলে, তার দায়ভার আমার কিংবা আমার পরিবারের নয়।’

মিরসরাই থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মিরসরাইয়ের ইউএনও মাহফুজা জেরিনের নামে ভুয়া ফেসবুক আইডি খোলার অভিযোগে মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত হয়েছে। তদন্ত চলছে।

এম মাঈন উদ্দিন/এমএন/এএসএম