কালিহাতীতে নারীর রহস্যজনক মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর গ্রামে বিলকিছ বেগম (৩০) নামের এক সৌদী প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে উপজেলা পুলিশ। সোমবার দুপুর ১২টায় নিজ ঘর থেকে বিবস্ত্র অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কালিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সৌদী প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী বাড়িতে ৭ বছরের এক গৃহকর্মীকে নিয়ে থাকতেন। সোমবার সকালে গৃহকর্মী ঘুম থেকে উঠে বিলকিছ বেগমের মরদেহ শোয়ার ঘরে পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়।
পরে ঘটনাস্থল থেকে তার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর হত্যা করে ফেলে রেখে গেছে।
আরিফ উর রহমান টগর/এফএ/এবিএস