ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে মামলা করে বিপাকে ব্যবসায়ী

প্রকাশিত: ১১:৩০ এএম, ৩০ মে ২০১৬

লক্ষ্মীপুরে পাওনা টাকার জন্য আদালতে মামলা করে বিপাকে পড়েছেন আবদুর রহিম নামে এক মাংস ব্যবসায়ী। মামলাটি প্রত্যাহার করার জন্য তাকে সাজানো মামলায় হয়রানি ও এলাকা ছাড়ার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর পৌরসভার উত্তর মজুপুর এলাকায়। এ ঘটনায় সোমবার জেলা পুলিশ সুপারের (এসপি) কাছে বিচার চেয়ে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

আবদুর রহিম লক্ষ্মীপুর পৌরসভার উত্তর মজুপুর এলাকার আমির হোসেনের ছেলে ও জেলা শহরের মাংস ব্যবসায়ী।
 
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১২ সালে লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার শাহজাহানের ছেলে আরিফ ব্যবসায়ী রহিমের কাছ থেকে ৫০ হাজার ধার নেন। পরে ওই টাকা না দেয়ায় রহিম বাদী হয়ে ২০১৩ সালের ২০ মে লক্ষ্মীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ একটি মামলা দায়ের করেন।

এতে ক্ষিপ্ত হয়ে আরিফ ও তার পরিবারের সদস্যরা রহিমের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করেন। গত কয়েকদিন থেকে মামলা তুলে নেয়ার জন্য রহিমকে হুমকি দিচ্ছেন আরিফ, তার ভাই সুমন ও বাবা শাহজাহান। চেকটি ফেরত না দিলে ও মামলা তুলে না নিলে তাকে তার ব্যবসা-প্রতিষ্ঠান এবং এলাকা ছাড়া করারও হুমকি দিচ্ছেন তারা।

রহিম জানান, আরিফ, শাহজাহান ও সুমনের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের ভয়ে তিনি বর্তমানে ঘর থেকেও বের হতে পারছেন না। এ বিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যপারে শাহজাহানের মোবাইল ফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।     

কাজল কায়েস/এফএ/পিআর