ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে ৮২ লাখ টাকা আত্মসাৎ, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০৫:৪১ এএম, ০৪ মে ২০২৫

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে ৮২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জামালপুরের মাদারগঞ্জের সাজেদুল ইসলাম (৫০) ও তার স্ত্রী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরপাড়া গ্রামের তাসলিমা আক্তারকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (৩ মে) রাতে ময়মনসিংহ র‍্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার (২ মে) রাতে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই ও ঈশ্বরগঞ্জ থেকে এই দুজনকে গ্রেফতার করা হয়।

সাজেদুল নিজেকে এনজিওর মালিক ও তাসলিমা শাখা ম্যানেজার পরিচয় দিতেন।

র‍্যাব জানায়, সাজেদুল ও তাসলিমা ফুলবাড়িয়ায় নিজেদের ‘জনশক্তি’ নামের ঋণ প্রদানকারী অফিসের মালিক ও শাখা ম্যানেজার পরিচয়ে ভুয়া পরিচয়পত্র এবং জাল নথিপত্র তৈরি করেন। তারা সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক হাজার ৪০০ মানুষের কাছ থেকে এক বছরে ৮২ লাখ টাকা উত্তোলন করেন। পরে ঋণের কথা বলে কালক্ষেপণ করতে থাকেন। এক পর্যায়ে তারা মে মাসের প্রথম সপ্তাহে সদস্যদের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেন। গত ২৪ এপ্রিল সকালে গ্রাহকদের অফিসে আসার কথা বলে তারা পালিয়ে যান।

এ বিষয়ে ময়মনসিংহ র‍্যাব-১৪ সদর দপ্তরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (অপারেশন) মো. নাজমুল ইসলাম বলেন, ভুয়া এনজিও খুলে স্বামী-স্ত্রী মিলে প্রতারণার মাধ্যমে গরীব মানুষের টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় ফুলবাড়িয়া উপজেলার আছিম হোরবাড়ি এলাকার তানভীর হাসানের স্ত্রী ফারহানা খাতুন থানায় অভিযোগ করেছিলেন। অভিযোগের ভিত্তিতে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমডিকেএম/এএমএ