ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৪:৪০ পিএম, ০৪ মে ২০২৫

ফরিদপুরের আলফাডাঙ্গায় বৈদ্যুতিক সেচ সংযোগের তাড়ে জড়িয়ে তন্ময় খান (১০)নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৪ মে) দুপুর ৩ টার দিকে উপজেলা সদরের নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তন্ময় খান ওই গ্রামের মৃত লিটন খানের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্র জানায়, তন্ময় খান বাইসাইকেল চালিয়ে স্থানীয় বাদশা তালুকদারের সেচ সংযোগের (মোটরচালিত সেচ পাম্প) পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পল্লী বিদ্যুৎের আলফাডাঙ্গা অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) ফাহিম হোসেন ইভান জাগো নিউজকে বলেন, বাদশা তালুকদার সেচ সংযোগের লোড সাইডের তারে জড়িয়ে শিশুটির মৃত্যু হয়। ওই সংযোগে কোনো গাফলতি আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম