ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আগে হাসিনার বিচার-সংস্কার হবে, তারপর নির্বাচন: এনসিপি নেতা ফয়সাল

জেলা প্রতিনিধি | নরসিংদী | প্রকাশিত: ০৫:২৩ পিএম, ০৪ মে ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়ক আব্দুল্লাহ্ আল-ফয়সাল বলেছেন, দেড় হাজার ছাত্র-জনতাকে খুনের পর শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন। তাই আগে শেখ হাসিনার বিচার ও সংস্কার হবে। তারপর নির্বাচন হবে।

রোববার (৪ মে) নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়নে হাসনাবাদ উচ্চ বিদ্যালয় ও বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।

এনসিপি নেতা আব্দুল্লাহ্ আল-ফয়সাল বলেন, ‘আমরা একটি রাজনৈতিক দল, আমরাও নির্বাচন চাই। তবে সংস্কার ও বিচারের পর। এছাড়া যদি নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগ ১৫-১৬ বছর রাজতন্ত্র কায়েম করে গেছে; ঠিক তেমনি একটি গভর্মেন্ট আসবে। আমরা এমন গভর্মেন্ট চাই না। আমরা নাগরিকের সরকার চাই। যেখানে নাগরিকের কথা বলার অধিকার থাকবে। যেখানে জনগণ ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী বাছাই করে নিতে পারবে। আর কোনো সিলেকশন নয়, ইলেকশন হবে। এটাই আমাদের চাওয়া।’

আগে হাসিনার বিচার-সংস্কার হবে, তারপর নির্বাচন: এনসিপি নেতা ফয়সাল

আওয়ামী লীগকে দেশের জনগণ-ই পছন্দ করে না উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ এত বড় একটি রাজনৈতিক দল, তাদের কেন এখন ঝটিকা মিছিল করতে হবে? আওয়ামী লীগকে এখন ঝটিকা মিছিল করতে দেখলেও জনগণ প্রত্যাখ্যান করে। তাই তারা এখন মিছিল করে এক মিনিটও থাকতে পারে না। কারণ জনগণ তাদের পক্ষে নেই।

এসময় তার সঙ্গে ছিলেন নাজমুছ সাকিব রনি, সৌরভ হাসনাত, রাফিন মিয়া, আসিফ প্রমুখ।

সঞ্জিত সাহ/এসআর/এমএস