ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি | শেরপুর | প্রকাশিত: ১০:২৮ এএম, ০৫ মে ২০২৫

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিজল হক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (৪ মে) উপজেলার সিংগাবরুণা ইউনিয়নের মাধববুর-মুরগাচুরা গ্রামে মৎস্য প্রজেক্টের বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি মারা যান।

নিহত শহিজল হক ওই গ্রামের মৃত হাজী অছিমদ্দিনের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকালে শহিজল হক উকিল মিয়ার মৎস্য প্রজেক্টের পাড়ে ঘাস কাটতে যান। এসময় প্রজেক্টের সেচ পাম্পের সঙ্গে থাকা খুঁটির জিআই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে সওদাগর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

এমএন/এএসএম