আদালতে মামলার বাদী ও সাক্ষীকে পেটাল আসামিরা
লক্ষ্মীপুর জেলা আদালত চত্বরে পুলিশের সামনেই মামলার বাদী ও সাক্ষীসহ তিনজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। সোমবার দুপুর ২টার দিকে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ ঘটনা ঘটে।
এর মধ্যে বাদী রহিমা বেগমকে ইট দিয়ে আঘাত করে ২টি দাঁত ভেঙে ফেলা হয়। জমি দখলের চেষ্টা ও মারধরের ঘটনায় দায়ের করা মামলার সাক্ষী দিয়ে বের হলে জামিনে থাকা আসামিরা হামলে পড়ে তাদের ওপর।
আহতরা হলেন, মামলার বাদী রহিমা বেগম (৬০), তার ছেলে সাক্ষী মাকছুদুর রহমান (৪০) ও সিএনজি চালিত অটোরিকশার চালক ফারুক হোসেন (৪৫)। এ ঘটনার পর রহিমাকে সদর হাসপাতালে ভর্তি ও আহতরা একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জানতে চাইলে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, আহত নারীর নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেলা আদালতের ইন্সপেক্টর মো. গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদেরকে থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশ কাছে আসার আগেই হামলাকারীরা পালিয়ে গেছে।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া বলেন, ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি।
কাজল কায়েস/এমএএস/পিআর