ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাদক বাণিজ্যে বাধা, ৬ বিএনপি নেতাকর্মীকে কোপালেন যুবলীগ নেতা

জেলা প্রতিনিধি | বরিশাল | প্রকাশিত: ১০:৪৪ এএম, ০৬ মে ২০২৫

বরিশালে মাদক বাণিজ্যে বাধা দেওয়ায় বরিশাল মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়কসহ ৬ বিএনপি নেতাকর্মীকে কুপিয়ে জখম করেছেন এক যুবলীগ নেতা। আহতরা বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৪ মে) দিবাগত রাতে নগরীর চাঁদমারি স্টেডিয়াম কলোনীতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই যুবলীগ নেতার নাম আল আমিন (৩২)। তিনি বরিশাল নগরীর চাঁদমারি এলাকার করিম হাওলাদারের ছেলে ও ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য।

আহতরা হলেন, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস হাওলাদার (৩৫), ১১নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আসলাম হাওলাদার, বিএনপি নেতা মো. শাহিন (৩৫), মো. কাওসার (২৭), মো. রাজীব (৩৫) ও মো. রাজা (৪২)।

আল আমিন বাহিনীর মাদক বাণিজ্যে বাধা দেওয়ায় এ ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ আহতদের।

আহত রাজীব জানান, স্বৈরাচারী সরকার পালিয়ে গেলেও স্টেডিয়াম কলোনীতে সন্ত্রাসী আল আমিন বাহিনীর অত্যাচারে এখনও অতিষ্ঠ জনসাধারণ। আল আমিন গত ১৭ বছর যাবত ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মজিবর রহমানের ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন। এখনও এলাকার জমি দখল, মাদক বাণিজ্য সবই চলে আল আমিনের নিয়ন্ত্রণে। তাই মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ৬ জনকে কুপিয়ে আহত করা হয়েছে। আহতদের চিকিৎসা শেষে মামলা করবেন বলে জানান তিনি।

বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আহতদের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। তারা সুস্থ হয়ে মামলা দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাওন খান/এফএ/জেআইএম