আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হবিগঞ্জে সড়ক অবরোধ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে।
শুক্রবার (৯ মে) বিকেল ৫টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যৌথ উদ্যোগে শহরের কোর্ট মসজিদ পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে। এসময় শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভ চলাকালে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দেন। পরে সমাবেশে বক্তব্য রাখেন এনসিপি নেতা পলাশ মাহমুদ, বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোনের আহ্বায়ক আরিফ তালুকদার, সদস্য সচিব মাহদী হাসান, মুখপাত্র রাশেদা বেগম প্রমুখ।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি