ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ফলাফল শিট ছিঁড়ে ফেলার অভিযোগ

প্রকাশিত: ১০:৫৯ এএম, ৩১ মে ২০১৬

পঞ্চম দফায় অনুষ্ঠিত নির্বাচনে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের নন্দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ফলাফল পরিবর্তন করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী করার অভিযোগ উঠেছে। আর এই অপকর্মে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ মাহামুদের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে সহযোগিতার অভিযোগ উঠেছে।

ভোগনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রাজিউর রহমান মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

তিনি বলেন, নন্দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণার সময় স্ট্রাইকিং ফোর্সসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ মাহামুদ (চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা) ওই ভোটকেন্দ্রে হঠাৎ উপস্থিত হয়ে প্রিজাইডিং অফিসারের কাছে থাকা ফলাফল শিট নিয়ে ছিঁড়ে ফেলে।

এক পর্যায়ে সেখানে এজেন্টদের ফলাফল শিট না দিয়ে এবং ফলাফল ঘোষণা ছাড়াই প্রিজাইডিং অফিসারসহ ব্যালট বাক্স নিয়ে ইউএনও অফিসে চলে যায়। এরপর সেখানে প্রার্থীদের নির্ধারিত এজেন্টদের স্বাক্ষরবিহীন শিট তৈরি করে ফলাফল ঘোষলা করা হয়।

ভোট কেন্দ্রে আওয়ামী লীগের রাজিউর রহমানের ভোট প্রাপ্তি দেখানো হয়েছে এক হাজার ২৮১ ভোট এবং বিজয়ী বদিউজ্জামান পান্নার প্রাপ্ত ভোট দেখানো হয়েছে ৫৮২ ভোট। পরাজিত চেয়ারম্যান প্রার্থী রাজিউর রহমানের দাবি তিনি ওই কেন্দ্রে পেয়েছেন এক হাজার ৭১১ ভোট। আর বিজয়ী প্রার্থী বদিউজ্জামান পান্নার প্রাপ্ত ভোট ১৫২ ।

এ বিষয়ে ২৮ মে রাতেই পরাজিত চেয়ারম্যান প্রার্থী রাজিউর রহমান রিটার্নিং অফিসারকে লিখিত অভিযোগ করেন এবং ফলাফল ঘোষণা স্থগিত করে ওই কেন্দ্রে পুনরায় ভোট গণনার জন্য আবেদন করে। কিন্তু আবেদন বিবেচনা না করে প্রশাসনের তৈরি মনগড়া ফলাফল ঘোষণা করে নৌকা প্রতীক প্রার্থীর পরাজয় নিশ্চিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলার আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. নুর ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আদম মালিক, সাধারণ সম্পাদক মো. মমতাজুল করিমসহ ওয়ার্ড কমিটির সভাপতি সাধারণ সম্পাদকগণ।

ফলাফল শিট ছিঁড়ে ফেলার বিষয়টি স্বীকার করে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গৌরাঙ্গ পাল জাগো নিউজকে জানান, ক্রটি থাকার কারণে সেটি ছিঁড়ে ফেলা হয়।    

অন্যদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট (চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা) ফিরোজ মাহামুদ অভিযোগ সত্য নয় দাবি করে বলেন, ‘ওই কেন্দ্রেই ফলাফল ঘোষণা করা হয়েছে। তারপরও কোনো প্রার্থীর অভিযোগ থাকলে, তা নির্বাচন ট্রাইব্যুনালে করতে পারে।’

উল্লেখ্য, ভোগনগর ইউনিয়নে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বদিউজ্জামান পান্না ৬ হাজার ৫১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ভোট পেয়েছেন ৬ হাজার ১২৬ ভোট।

এমদাদুল হক মিলন/এআরএ/আরআইপি