ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুর শিক্ষাবোর্ডে জমা পড়েছে ৩০ হাজার আবেদন

প্রকাশিত: ১১:৪৮ এএম, ৩১ মে ২০১৬

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০১৬ সালের এসএসসির পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের কাজ চলছে পুরোদমে। আগামী ৮ জুন এ পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হবে।

এর আগে ১১ মে এসএসসির ফলাফল প্রকাশের পর ১২ মে থেকে ১৮ মে পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।

এবার দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০১৬ সালের এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য বিভিন্ন বিষয়ে ২৯ হাজার ৭২৭টি আবেদন পাওয়া গেছে।

আজ দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন ও সচিব আমিনুল হক সরকার পুনঃনিরীক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেনের কাছে পুনঃনিরীক্ষণের বিষয়ে চানতে চাওয়া হলে তিনি বলেন, বিগত সময়ে এত আবেদন কোনো দিনই পড়েনি। ডিজিটাল পদ্ধতিতে আবেদন সহজ হওয়ায় এবং এবার দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ কম পাওয়ায় এত আবেদন পড়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পায় ১০ হাজার ৮৪২ জন। এবার জিপিএ ৫ পেয়েছে ৮ হ্জার ৮৯৯ জন।

এমদাদুল হক মিলন/এফএ/আরআইপি