ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চার লেন দাবি

সাড়ে ৩ ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক | রংপুর | প্রকাশিত: ০২:১৩ পিএম, ১৪ মে ২০২৫

রংপুর-কুড়িগ্রাম সড়ক চার লেনে উন্নীতকরণ, অবৈধ যান বন্ধ ও নিরাপদ সড়কসহ ৭ দফা দাবিতে চলা অবরোধ কর্মসূচি তিন ঘণ্টার পর প্রত্যাহার করা হয়েছে।

কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হকের আশ্বাসে বুধবার (১৪ মে) দুপুর দেড়টার দিকে সড়ক ছেড়ে দেন আন্দোলনকারীরা। ফলে যান চলাচল স্বাভাবিক হয়ে ওঠে।

এসময় কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টা থেকে কাউনিয়া উপজেলার মীরবাগ বাসস্ট্যান্ডে রংপুর-কুড়িগ্রাম সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

অবরোধ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেন।

কাউনিয়া উপজেলা সচেতন নাগরিক ফোরামের (সনাফ) আহ্বায়ক মমিন মিল্লাত জানান, আগামী ডিসেম্বরের মধ্যে রংপুর- কুড়িগ্রাম সড়ক চার লেনে উন্নীতকরণ কাজ শুরুর আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া অবৈধ যান চলাচল বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ওসিকে নির্দেশ দিয়েছেন। এ কারণে আপাতত আন্দোলন স্থগিত করা হয়েছে।

জিতু কবীর/এএইচ/এএসএম