আহমেদ আযম খান
আ’লীগ নিষিদ্ধের বিষয়ে আগেই লিখিতভাবে অনুরোধ করেছিলাম
বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান
বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ‘যারা ফ্যাসিবাদ কায়েম করেছিলেন তাদের বাংলাদেশে রাজনীতি করার সুযোগ থাকতে পারে না। আমরা ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানিয়েছিলাম লিখিতভাবে। আদালতের মাধ্যমে তাদের কার্যক্রম নিষিদ্ধের জন্য প্রক্রিয়া শুরু করা হোক। এপ্রিল থেকে যতবার উপদেষ্টা মণ্ডলীর সঙ্গে কথা হয়েছে আমাদের নেতৃবৃন্দ এ আলোচনাগুলো রেখেছেন। কাজেই আমরা মনে করি দেশে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোই রাজনীতি করবে।’
বুধবার (১৪ মে) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় যোগদানের আগে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘নির্বাচনের বিষয়ে আমাদের ধারাবাহিক যে বক্তব্য সেটাই আমাদের কথা। মানুষের আকাঙ্ক্ষা গণতান্ত্রিক বাংলাদেশ। সেই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে প্রথম সবচেয়ে পদ্ধতি হলো অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। স্বাধীন, সংসদ এবং নির্বাচিত সরকার। এ নিয়ে আমরা অনেক আগে থেকে এ কথা বলে আসছি। গত ১৭ বছর আমরা যে রক্ত দিয়েছি।’
বিএনপির এ নেতা বলেন, ‘বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। আমাদের বক্তব্য পরিষ্কার। আগামী ডিসেম্বর পর্যন্ত প্রয়োজনীয় সংস্কার সেরে নিরপেক্ষ নির্বাচন দিন। আমার দ্রুত গণতন্ত্রে ফিরতে চাই। গণতন্ত্রে ফিরতে পারলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব হবে।’
এ সময় বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামীম আল মামুন, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নব প্রমুখ উপস্থিত ছিলেন।
আব্দুল্লাহ আল নোমান/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি