ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবান

বরযাত্রীবাহী গাড়ি খাদে পড়ে যুবক নিহত, আহত ২৩

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৩:২১ পিএম, ১৬ মে ২০২৫

বান্দরবানের আলীকদমে বরযাত্রীবাহী গাড়ি খাদে পড়ে তংইয়া ম্রো (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২৩ জন। শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৯ টায় থানচি-আলীকদম সড়কের কলারঝিড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তংইয়া ম্রো উপজেলার লামা রূপসী পাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থংপং পাড়া এলাকার ক্রালাই ম্রোর ছেলে। এ ঘটনায় আহত অপর ২৩ জন থানচির বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা যায়।

স্থানীয়রা জানায়, থানচির ২৬ কিলো এলাকা থেকে আলীকদমের কলারঝিড়ি মেম্বার পাড়ায় নতুন বৌয়ের ফিরতি নাইয়র অনুষ্ঠানে যাচ্ছিল বরপক্ষ। যাত্রা পথে আলীকদমের জমিরাম কারবারি ত্রিপুরা পাড়া এলাকায় পৌঁছালে সড়কের খানাখন্দের কারণে বরযাত্রীসহ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এসময় তংইয়া ম্রো নামে ঘটনাস্থলে নিহত হন। আহত হন আরও ২৩ জন। পরে স্থানীয় ও আলীকদম ফায়ার সার্ভিসের সহায়তায় ঘটনাস্থল হতে উদ্ধার করা হয় তাদের।

বরযাত্রীবাহী গাড়ি খাদে পড়ে যুবক নিহত, আহত ২৩

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক হোসাইনুর রশিদ জানান, সকাল সাড়ে ১০টায় সড়ক দুর্ঘটনায় আহত ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপর ১১জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, খবর পেয়ে আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এবিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান।

নয়ন চক্রবর্তী/আরএইচ/এএসএম