টেকনাফে ডাম্পট্রাকের ধাক্কায় রোহিঙ্গা জেলে নিহত
কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়কে মাটিবোঝাই ডাম্পট্রাকের ধাক্কায় নুরুল ইসলাম (৫০) নামে এক রোহিঙ্গা জেলে নিহত হয়েছেন।
শনিবার (১৭ মে) সকালে টেকনাফের হ্নীলা লেদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম টেকনাফের হ্নীলা রোহিঙ্গা ক্যাম্পের ২৪ ডি ব্লকের মৃত আব্দু সাত্তারের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে দ্রুতগতির মাটিবোঝাই একটি ডাম্পট্রাক লেদা টাওয়ার এলাকা দিয়ে টেকনাফের দিকে যাওয়ার সময় নাফ নদীতে মাছ শিকারে যাওয়া নুরুল ইসলাম ধাক্কা দেয়। এতে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা রোহিঙ্গার ক্যাম্পে খবর দিলে স্বজনরা এসে মরদেহ নিয়ে যান।
এ বিষয়ে টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশের এসআই শামসুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
জাহাঙ্গীর আলম/এমএন/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি