ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজমিস্ত্রিকে শ্বাসরোধ করে হত্যা

প্রকাশিত: ০৬:০০ এএম, ০১ জুন ২০১৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক রাজমিস্ত্রিকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বত্তরা। মঙ্গলবার রাতে রায়গঞ্জ থানা পুলিশ নওপা গ্রামের একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহত রঞ্জু সেখ বগুড়া জেলার শেরপুর উপজেলার সদর হাসরা গ্রামের দবির উদ্দিনের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির সালমা খাতুন ও তার মা সাজেদা বেগমকে পুলিশ হেফাজতে নিয়েছে।
 
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রঞ্জু সোমবার সন্ধ্যায় ধর্ম আত্মীয়তার সূত্রে নওপা গ্রামের মৃত হারান আলীর বাড়িতে বেড়াতে যান। পরে মঙ্গলবার রাতে তার মরদেহ ঘরের মধ্যে দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, মরদেহটি উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির দুই নারীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

বাদল ভৌমিক/এফএ/পিআর