বাসে প্রতারকের পানি খেয়ে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু
বাসের মধ্যে যাত্রীবেশী থাকা এক প্রতারকের দেওয়া পানি খেয়ে আবুল কালাম নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) বিকেলে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মরা যান।
এর আগে সোমবার (১৯ মে) সকালে যশোর থেকে কুষ্টিয়ায় যাওয়ার সময় ‘রূপসা গড়াই’ বাসে এ ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম (৬০) কুষ্টিয়ার মিরপুর উপজেলার রহিম বিশ্বাসের ছেলে। তিনি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার। পরিবারের নিয়ে যশোরে বসবাস করতেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বাসের মধ্যে একজন ব্যক্তি যাত্রী সেজে আবুল কালামের পাশের সিটে বসেন। এসময় কথাবার্তার একপর্যায়ে আবুল কালামকে পানি খেতে দেন তিনি। সরল মনে সেই পানি খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।
বিষয়টি বুঝতে পেরে আবুল কালাম তার পরিবার ও বাসের স্টাফদের বিষয়টি জানান। তবে তার আগেই ওই প্রতারক বাস থেকে পালিয়ে যান। এরপর গুরুতর অসুস্থ অবস্থায় বাস থেকে উদ্ধার করে আবুল কালামকে সোমবার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, অজ্ঞানপার্টি বা প্রতারক চক্রের এক সদস্য যাত্রী সেজে ঝিনাইদহ থেকে বাসে উঠেন। এসময় তিনি আবুল কালামের পাশের সিটে বসেন ও তাকে পানি খেতে দেন। এতে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যান আবুল কালাম। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
আল-মামুন সাগর/জেডএইচ/
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি