ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রাক্টরের ধাক্কায় পুলিশের কনস্টেবল নিহত

প্রকাশিত: ১১:২৪ এএম, ০১ জুন ২০১৬

চুয়াডাঙ্গার জীবননগরে ট্রাক্টরের ধাক্কায় আরিফুল হক নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল হক জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের সমির উদ্দিনের ছেলে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাটিভর্তি একটি দ্রুতগামী ট্রাক্টর মটরসাইকেল আরোহী আরিফুল হককে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য যশোরে নেয়ার পথে কোটচাঁদপুর নামক স্থানে তার মৃত্যু হয়।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আরিফুল পুলিশ কনস্টেবল হিসেবে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ড থানার ভবানীপুর পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি ছুটিতে নিজ বাড়িতে বেড়াতে এসেছিলেন।

সালাউদ্দিন কাজল/এফএ/এমএস