ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ১২ জনকে পুশইন বিএসএফের

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৬:১২ পিএম, ২৪ মে ২০২৫

কুড়িগ্রাম সীমান্তে পুশইন করা ১২ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শনিবার (২৪ মে) সকালে ভূরুঙ্গামারীর ভাষাণীর মোড় থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আব্দুল মজিদ (৪২), হালালী বেগম (৩৬), হালাল মিয়া (২০). আতাউর রহমান (৩৮), আনোয়ারা বেগম (৩৫), আল আমিন (১৯), আরজিনা খাতুন (১৬), আহসান হাবিব (২৭), গুলেনুর বেগম (৪০), মনিষা বেগম (২০), আবু ব্ক্কর সিদ্দিক (৯ মাস), এনামুল হক (৪০), মর্জিনা বেগম (৩০) ও ইদুল হাসান (১৬)। এদের সবার বাড়ি জেলার ফুলবাড়ি উপজেলায়।

আটক ব্যক্তিরা কয়েক মাস আগে কাজের সন্ধানে ভারত যান। পরে শুক্রবার গভীর রাতে ভূরুঙ্গামারীর সীমান্ত দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে। সীমান্ত থেকে ভূরুঙ্গামারী সদরের দিকে যাওয়ার সময় কামাত আঙ্গারিয়া ভাসাণীর মোড় থেকে তাদের আটক করে বিজিবি।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-হেলাল মাহমুদ জানান, সীমান্ত থেকে ১২ নারী-পুরুষ ও শিশুকে আটক করে শনিবার বিকেলে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোকনুজ্জামান মানু/জেডএইচ/এমএস