আদালতে হাজিরা শেষে রিমান্ডে মমতাজ
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তায় মানিকগঞ্জ আদালতে আনা হয় মমতাজ বেগমকে
কড়া পাহারায় মানিকগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা শেষে ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে।
মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আনা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ হাজিরা শেষে বেলা সাড়ে ১২টার দিকে তাকে রিমান্ডে নেওয়া হয়। এসময় তবে আদালত চত্বরে মমতাজ বেগমের ফাঁসির দাবিতে স্লোগান দেন জেলার ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
এ বিষয়ে মানিকগঞ্জ আদালত পরিদর্শক মো. আবুল খায়ের বলেন, সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে নিয়মিত হাজিরা দিতে আদালতে আনা হয়েছিল। হাজিরা শেষে সিংগাইরে তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হবে ও হরিরামপুরে দুই দিনের রিমান্ডে নেওয়া হবে।
মো. সজল আলী/এমএন/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঈশ্বরদীতে ২০ ইটভাটার মালিককে ২৫ লাখ টাকা জরিমানা
- ২ বাংলাদেশের মানুষ আর হাওয়া ভবন দেখতে চায় না: ডা. তাহের
- ৩ স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন শেখ মুজিবুর রহমান
- ৪ মঞ্জুকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের লিয়াকত
- ৫ কুড়িগ্রামের ৪ আসনে ৩৬ প্রার্থীর মনোনয়ন, আসন ভাগাভাগি নিয়ে ধোঁয়াশা