লামায় বন্য হাতির আক্রমণে নারী নিহত
বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণে অসারুং ত্রিপুরা (৫২) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে সরই ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঢেঁকিছড়ার আগা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অসারুং ত্রিপুরা গজালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড গতিরাম ত্রিপুরার পাড়ার সাজারাম ত্রিপুরার স্ত্রী। তিনি একটি রাবার বাগানের শ্রমিক ছিলেন।
স্থানীয়রা জানায়, সকালে বন্য হাতির পাল একটি রাবার বাগানে হামলা চালিয়ে ৩টি বসতঘর ভাঙচুর করে। এ সময় ঘরে থাকা ওই নারী পালাতে না পেরে ঘরচাপা পড়ে মারা যান।
লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ ।
সৈকত দাশ/এফএ/এবিএস