ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুর

চাঁদাবাজি করতে গিয়ে ৯ মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ২৭ মে ২০২৫

লক্ষ্মীপুরে চাঁদাবাজি করতে গিয়ে ৯ মামলার পলাতক আসামি ইমরান হোসেন পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (২৭ মে) দুপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের টুইন টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইমরান চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের করিম উদ্দিন মোল্লা বাড়ির তাজুল ইসলাম সুমনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ইমরান টুইন টাওয়ারের সামনে চাঁদাবাজি করতে যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি অস্ত্র-চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধে দায়েরকৃত মামলার এজাহারভূক্ত আসামি। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম বলেন, ইমরানের বিরুদ্ধে থানায় ৯টি মামলা রয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। তবে নিরাপত্তাজনিত কারণে ভুক্তভোগীরা কথা বলতে চাচ্ছেন না।

কাজল কায়েস/আরএইচ/এমএস