কুমিল্লায় গর্তের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
কুমিল্লার চৌদ্দগ্রামে মাটি কাটা গর্তের পানিতে ডুবে চাচাতো ভাই ও বোনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭ মে) দুপুরে উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর গ্রামে।
স্থানীয়রা জানান, দুপুরে বাশার মিয়ার ছেলে রেদোয়ান (৪) ও তার ভাই শেখ আহম্মেদের মেয়ে মরিয়ম (৭) বাড়ির পাশে খেলছিল। হঠাৎ করে তাদের পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বাড়ির পাশের মাটি কাটা গর্তের মধ্যে দুজনকে ভাসতে দেখা যায়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন জাগো নিউজকে জানান, পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় হাসপাতালে পৌছার আগেই তাদের মৃত্যু হয়েছে।
জাহিদ পাটোয়ারী/জেডএইচ/
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ২ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৩ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি
- ৪ সিলেটে ৪২২ চোরাই মোবাইল জব্দ, চক্রের মূল হোতাসহ আটক ৪
- ৫ নীলফামারীতে ইউপি চেয়ারম্যানসহ আ’লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার