ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় দুই ফেনসিডিল ব্যবসায়ী আটক

প্রকাশিত: ০৯:২৩ এএম, ০২ জুন ২০১৬

সাতক্ষীরায় অভিনব কায়দায় পিকআপে করে ফেনসিডিল পাচারকালে দুই হাজার বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ভাদরা মোড় এলাকা থেকে পিকআপসহ তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, শহরের রসুলপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান (৩০) ও বৈকারি এলাকার আবু তালেব মোড়লের ছেলে শরিফুল ইসলাম (২২)।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, ফেনসিডিল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশি অভিযান চালানো হয়। পরে ভাদরা মোড় এলাকা থেকে দুই পাচারকারিসহ পিকআপ ও দুই হাজার বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আকরামুল ইসলাম/এফএ/পিআর