সিরাজগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
প্রতীকী ছবি
সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে প্রশান্ত (১৪) নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাস্থান গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
নিহত প্রশান্ত একই গ্রামের হিরন বসাকের ছেলে। সে স্থানীয় সোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় ইউপি সদস্য বুলন চন্দ্র বসাক বজ্রপাতে নিহতের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলে বাড়ির পাশের একটি জমিতে ধান কাটার কাজ করছিল প্রশান্ত। এসময় হালকা বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে প্রশান্ত। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জাগো নিউজকে বলেন, বজ্রপাতের মৃত্যুর বিষয়টি এখন পর্যন্ত কেউ জানাননি। তবে খোঁজ নেওয়া হচ্ছে।
এম এ মালেক/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ লোহাগাড়ায় জুলাই শহীদ ইশমামের ভাইকে ছুরিকাঘাত ছাত্রলীগের
- ২ ফেরিতে ট্রাক চালু হয়ে আরও ৪ গাড়ি নিয়ে পড়লো নদীতে, এক চালক নিখোঁজ
- ৩ হাদির মরদেহ জন্মভিটায় না নেওয়ায় এলাকাবাসীর আক্ষেপ
- ৪ ময়মনসিংহের ঘটনায় ধর্ম নিয়ে কটূক্তির প্রমাণ পাওয়া যায়নি: র্যাব
- ৫ আন্তর্জাতিক ব্যাডমিন্টনে রৌপ্য জিতলেন বাংলাদেশের জুমার-উর্মি