ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় কালাচাঁন নিহত

প্রকাশিত: ০২:১৯ পিএম, ০২ জুন ২০১৬

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রাক-নসিমন সংঘর্ষে কালাচাঁন (১২) নামে এক কিশোর নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুুপুর আড়াইটার দিকে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের আগারপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কালাচাঁন বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের ইসকান্দর মিয়ার ছেলে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক জানান, দুপুরে বাজিতপুরের পিরিজপুর থেকে একটি নসিমন ভৈরবের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে নসিমনের সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই কিশোর কালাচাঁনের মৃত্যু হয়।

নূর মোহাম্মদ/এআরএ/আরআইপি