ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় রাতভর সেনাবাহিনীর অভিযান, আটক ৪

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০২:৪০ পিএম, ০২ জুন ২০২৫

বগুড়ায় রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়েছে সেনাবাহিনী। রোববার (১ জুন) দিবাগত রাত ২টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত শহরের রেলওয়ে কলোনীতে এই অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও তাজা গুলিসহ ৪ জনকে আটক করা হয়েছে৷

আটকরা হলেন, বগুড়া সদরের সেউজগাড়ী রেলওয়ে কলোনি এলাকার গহুরের ছেলে মিঠুন, একই এলাকার মৃত আপুয়ার ছেলে শান্ত, মঙ্গলের মেয়ে রাজকুমারী ও কুড়িগ্রামের রাজারহাট থানার পান্তা পাড়া এলাকার মঙ্গলের ছেলে সুজন।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার উপ-পরিদর্শক ফিরোজ মিয়া।

বগুড়ায় রাতভর সেনাবাহিনীর অভিযান, আটক ৪

জানা গেছে, সেনাবাহিনীর বগুড়া ক্যাম্প কমান্ডার (ক্যাপ্টেন) জানে আলম সাদিফের পরিচালনায় অভিযানে একটি তাজা গুলি, প্রায় ১ হাজার বোতল বাংলা চোলাই মদ, ২ কেজি গাঁজা, ২৫টি দেশীয় অস্ত্র ও নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়৷ এছাড়াও অভিযানে এক নারীসহ মোট ৪ জনকে আটক করা হয়েছে।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক ফিরোজ মিয়া জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফএ/জেআইএম