ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাগুরায় গোলপোস্টে যুবকের ঝুলন্ত মরদেহ

প্রকাশিত: ০৩:১৯ পিএম, ০২ জুন ২০১৬

মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর গ্রামের ফুটবল খেলার গোলপোস্ট থেকে শিশির (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মরদেহ উদ্ধার করা হয়। গঙ্গারামপুর বাজারের মুদি দোকান কর্মচারী শিশির বিশ্বাস একই গ্রামের সুশান্ত বিশ্বাসের ছেলে।

এ বিষয়ে শালিখা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান জাগো নিউজকে জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে গঙ্গারামপুর হাইস্কুলের পাশের খেলার মাঠের গোলপোস্ট থেকে শিশিরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

শিশির আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে শালিখা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

আরাফাত/ এমএএস/পিআর