ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইল সুইমিং ফেডারেশনের সাঁতারু বাছাই

প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ০২ জুন ২০১৬

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্যোগে জেলা পর্যায়ে ট্যালেন্ট হান্ট কর্মসূচি ২০১৬ ‘সেরা সাঁতারুর খুঁজে বাংলাদেশ’ জেলা পর্যায়ে ইতোমধ্যে বাছাই শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল সৌখিন মৎস শিকারী লেকে জেলা ক্রিয়া সংস্থার আয়োজনে এই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়।

বিভিন্ন উপজেলার মোট ৯৬ জন সাঁতারু এই বাছাই প্রক্রিয়ায় অংশ নেয়। এর মধ্যে ৯২ জন ছেলে এবং চারজন মেয়ে সাঁতারু অংশ নিয়েছে। এদের মধ্যে ‘ইয়েস কার্ড’ পেয়েছে ছেলে সাতারু ৯ জন এবং মেয়ে সাতারু একজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক মো. ফজলুর রহমান খান ফারুক।

অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কমান্ডার এস এম মাহমুদুর রহমান, লে. কমান্ডার নাঈমুল হক এবং লে. কমান্ডার এম নাহিদ হাসান।

আরিফ উর রহমান টগর/এআরএ/পিআর