ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৪০০ গরু নিয়ে জামালপুর ছেড়েছে ক্যাটল স্পেশাল ট্রেন

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৬:৫০ পিএম, ০২ জুন ২০২৫

জামালপুরের ইসলামপুর থেকে ৪০০ গরু নিয়ে ছেড়েছে প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন। সোমবার (২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ইসলামপুর বাজার স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায়।

৪০০ গরু নিয়ে জামালপুর ছেড়েছে ক্যাটল স্পেশাল ট্রেন

সংশ্লিষ্ট সূত্র জনায়, ২৫ ওয়াগনে করে ৪০০ গরু নিয়ে প্রথম স্পেশাল ট্রেনটি ছেড়ে যায়। এ বছর তিনটি ট্রেনে ১২০০ গরু জামালপুর থেকে ঢাকায় যাবে। প্রতিটি গরু পরিবহনে খরচ পড়বে ৫০০ টাকা।

৪০০ গরু নিয়ে জামালপুর ছেড়েছে ক্যাটল স্পেশাল ট্রেন

ইসলামপুর বাজার স্টেশনের মাস্টার শাহীন মিয়া জানান, জামালপুর থেকে ঢাকা পর্যন্ত প্রতিটি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে আট হাজার টাকা। প্রতিটি ওয়াগনে নেওয়া যাবে ১৬টি গরু।

আরএইচ/এএসএম