৪০০ গরু নিয়ে জামালপুর ছেড়েছে ক্যাটল স্পেশাল ট্রেন
জামালপুরের ইসলামপুর থেকে ৪০০ গরু নিয়ে ছেড়েছে প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন। সোমবার (২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ইসলামপুর বাজার স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায়।

সংশ্লিষ্ট সূত্র জনায়, ২৫ ওয়াগনে করে ৪০০ গরু নিয়ে প্রথম স্পেশাল ট্রেনটি ছেড়ে যায়। এ বছর তিনটি ট্রেনে ১২০০ গরু জামালপুর থেকে ঢাকায় যাবে। প্রতিটি গরু পরিবহনে খরচ পড়বে ৫০০ টাকা।

ইসলামপুর বাজার স্টেশনের মাস্টার শাহীন মিয়া জানান, জামালপুর থেকে ঢাকা পর্যন্ত প্রতিটি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে আট হাজার টাকা। প্রতিটি ওয়াগনে নেওয়া যাবে ১৬টি গরু।
আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মসজিদে মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, নেপথ্যে ইয়াছিন বাহিনী
- ২ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
- ৩ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ৪ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৫ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ