৪০০ গরু নিয়ে জামালপুর ছেড়েছে ক্যাটল স্পেশাল ট্রেন
জামালপুরের ইসলামপুর থেকে ৪০০ গরু নিয়ে ছেড়েছে প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন। সোমবার (২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ইসলামপুর বাজার স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায়।

সংশ্লিষ্ট সূত্র জনায়, ২৫ ওয়াগনে করে ৪০০ গরু নিয়ে প্রথম স্পেশাল ট্রেনটি ছেড়ে যায়। এ বছর তিনটি ট্রেনে ১২০০ গরু জামালপুর থেকে ঢাকায় যাবে। প্রতিটি গরু পরিবহনে খরচ পড়বে ৫০০ টাকা।

ইসলামপুর বাজার স্টেশনের মাস্টার শাহীন মিয়া জানান, জামালপুর থেকে ঢাকা পর্যন্ত প্রতিটি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে আট হাজার টাকা। প্রতিটি ওয়াগনে নেওয়া যাবে ১৬টি গরু।
আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফ্যাসিবাদী আমলে বন্ধ হওয়া চিনিকলগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছি
- ২ ৮০০ টাকা কেজি রান্না করা গরুর মাংস কিনতে ক্রেতাদের হিড়িক
- ৩ পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই: মঞ্জু
- ৪ ফ্যাসিবাদের আমলে ৫ টাকা চাঁদা দিলে এখন ২০ টাকা দেওয়া লাগে
- ৫ রাজমিস্ত্রির বাড়ি থেকে ওয়ানশুটার গানসহ দুই পিস্তল উদ্ধার