চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৮ জনকে পুশ ইন
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট চাঁদ শিকাররি সীমান্ত দিয়ে ৪ নারীসহ ৮ বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (৩ জুন) ভোর ৪টার দিকে উপজেলার চাঁনশিকারি সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করা হয়। পরে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।
বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে পুশ ইনের পর ভোরে ৮ জনকে সীমান্ত এলাকায় দেখতে পান বিজিবি সদস্যরা। পরে তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ৪ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছে। ৮ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের পুলিশের কাছে সোপর্দ করা হবে।
এর আগে গত ২৭ মে ভোরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে আরও ১৭ জনকে পুশ ইন করা হয়।
সোহান মাহমুদ/এমএন/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঈশ্বরদীতে ২০ ইটভাটার মালিককে ২৫ লাখ টাকা জরিমানা
- ২ বাংলাদেশের মানুষ আর হাওয়া ভবন দেখতে চায় না: ডা. তাহের
- ৩ স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন শেখ মুজিবুর রহমান
- ৪ মঞ্জুকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের লিয়াকত
- ৫ কুড়িগ্রামের ৪ আসনে ৩৬ প্রার্থীর মনোনয়ন, আসন ভাগাভাগি নিয়ে ধোঁয়াশা